নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন করলো শুভেন্দু অধিকারীর অনুগামীরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি,তৃণমূল কংগ্রেসের নেতা হীরালাল ঘোষ,অজিত দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রায় এক হাজার শুভেন্দু অনুগামী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে বিদ্যাসাগরকে সম্মান জানায়। ওই অনুষ্ঠানে পাঁচ জন শিক্ষককে শুভেন্দু অনুগামীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুনঃ কৃষি বিলের প্রতিবাদে বহরমপুরে কংগ্রেসের মিছিল
শুভেন্দু অধিকারী করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার বীরসিংহ গ্রামে তার আসার কথা ছিল।
কিন্তু তিনি অসুস্থ থাকায় তার অনুগামীরা বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ গ্রামে এসে বিদ্যাসাগরকে সম্মান জানিয়ে তার জন্মদিন পালন করেন। শুভেন্দু অধিকারী সুস্থ হওয়ার পর বীরসিংহ গ্রামে এসে বিদ্যাসাগরকে সম্মান জানাবেন বলে রমা প্রসাদ গিরি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584