নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কারণে ভাঙছে ‘ট্রাডিশন’, স্বাধীনতার পর এই প্রথমবার কেন্দ্রীয় বাজেটে হচ্ছে না কোনো কাগজের ব্যবহার, ছাপা হবে না বাজেট।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২১, পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। তবে অভিনবত্ব থাকছে বাজেটে, করোনা অতিমারীর কারণে ছাপা হচ্ছেনা বাজেট অর্থাৎ বাজেটে ব্যবহার হচ্ছেনা কাগজ। সূত্রের খবর, সংসদের দুই কক্ষের অনুমতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম ভাঙতে চলেছে ট্র্যাডিশন।
আরও পড়ুনঃ ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি, বাড়ছে উদ্বেগ
বাজেট ছাপা হয় নর্থ ব্লকে অর্থমন্ত্রকের নিজস্ব ছাপাখানায়। প্রায় ১৫ দিন ধরে বহু কর্মীকে ছাপাখানা তেই থাকতে হয়। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতেই এবার সেই ট্র্যাডিশন পরিবর্তন করা হল।
আরও পড়ুনঃ নয়া কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
২০২০-২০২১ অর্থবর্ষের বাজেট অধিবেশনে এরকম বেশ কিছু পরিবর্তন দেখা যাবে বলেই জানা যাচ্ছে। প্রচলিত ‘হালুয়া’ রীতিও এবার দেখা যাবে না। বাজেট ছাপা শুরু হওয়া থেকে বাজেট পেশ অব্দি কর্মীদের ছাপাখানার ভেতরেই থেকে যেতে হতো এতদিন। করোনা সংক্রমণের ভয় থাকায় এবার আর সে ঝুঁকি নিতে চাইছে না সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584