কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় সম্বল পিতার, করোনা কাড়ল কুড়ি দিনের সুহানকে

0
97

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল জয়পুর। করোনা কেড়ে নিল কুড়ি দিনের ছোট্ট সুহানকে। বাবা মাকে চিনতেই পারলো না সে। কুড়ি দিন আগে সুস্থ স্বাভাবিক ভাবেই জন্ম নিয়েছিল সুহান। কিছুদিন যেতেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর অভিভাবকরা। আজ সুহানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল তাঁর বাবা আব্দুল। তিনি শেষবারের মতো ছুঁতেও পারলেন না ছেলেকে।

Coffin | newsfront.co
কবরস্থ করার পূর্বে। চিত্র সৌজন্যঃ হিন্দুস্তান টাইমস

চাঁদপোলের নিবাসী আব্দুলরা, যেখানে অনেক করোনার কেস আছে। তাই তার কোভিড পরীক্ষাও হয়। তবে পরিবারের কারোর কোনও ব্যক্তি করোনা হয়নি। এরপর করোনা টেস্টের ফলাফল আসার আগেই যদিও মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরে জানা যায় যে তাঁর করোনা পজিটিভ ছিল। এর আগে ভারতে করোনায় আক্রান্ত হয়ে এত কম বয়সে মারা যাওয়ার কোনও খবর মেলেনি বলে জানান এক বেসরকারি হাসপাতালের সুপার অশোক গুপ্তা। ওই হাসপাতালেই ভর্তি ছিল সুহান।

ভারী মেডিক্যাল কভারে মোড়া সুহানের শরীর দেখে যেন মনে হচ্ছে কাগজের দলা। পিপিই পরা লোকের ভিড়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে বাবা আব্দুল। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সংক্রমণ যাতে না ছড়িয়ে পরে তাই দ্রুত শেষকৃত্য সম্পন্ন করার কথা বলে স্বাস্থ্যকর্মীরা। ছেলের এই দৃশ্য দেখতে পারেননি বাবা। পুত্রশোকে ক্রমশ মাটিতে লুটিয়ে পড়ছেন আব্দুল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here