নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক শ্মশান ঘাটে রবিবার বিকেলে হঠাৎ করে ভেঙে পড়ে চলতে থাকা একটি নির্মাণ কার্যের ছাদ। ঘটনাস্থলে ওই সময় উপস্থিত ছিলেন বহু মানুষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়রাম কুমার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের শেষকৃত্য চলছিল শ্মশান ঘাটে। সেই উপলক্ষে প্রায় ৩০-৩৫ জন মানুষ উপস্থিত ছিলেন, হঠাৎ করেই তাঁদের মাথার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।
Death toll in roof collapse at Ghaziabad cremation ground rises to 21; at least 20 people injured: Police
— Press Trust of India (@PTI_News) January 3, 2021
পুলিশ জানিয়েছে মৃত ২০ আহত অন্তত ২১। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এখনও উদ্ধারকার্য চালাচ্ছে। আশঙ্কা আরও কয়েকজন হয়তো আটকে আছেন ধ্বংস স্তুপের নীচে।
Defence Minister Rajnath Singh expresses grief over the incident of roof collapse in Muradnagar of Ghaziabad district that claimed lives of 17 people. pic.twitter.com/OnFNq8VHLR
— ANI UP (@ANINewsUP) January 3, 2021
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584