নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একুশের নির্বাচনে বিজেপি কার্যত ধুলিস্মাৎ হয়েছে। রাজ্যে বিপুল জয়ের পরেই তৃণমূল ঘোষণা করে এবার তারা ছড়িয়ে পড়বে বাংলার বাইরেও।
২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে আসীন হয়েই ঘোষণা করেন, আরো অন্তত ১০টি রাজ্যে তিনি তৃণমূলের সংগঠন তৈরি করবেন। তারই প্রথম পদক্ষেপ হিসেবে এবার ২১ জুলাই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তৃতাও বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরই কানওয়ার যাত্রা বাতিল করল যোগী সরকার
তালিকায় রয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাটও। ২১ জুলাই ‘দিদি’র ভার্চুয়াল বক্তৃতার খবর ইতিমধ্যে গুজরাতি ভাষায় পোস্টার ছাপিয়ে প্রচার করা শুরু হয়ে গিয়েছে সেখানে। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মোদীর মুখে ‘দিদি, ও দিদি’ ডাক, বিদ্রুপ সবকিছু মনে রেখেই যাত্রা শুরু গুজরাটে। মমতার ভার্চুয়াল বক্তৃতা সম্পর্কে গুজরাতের পোস্টারে নির্দিষ্ট ভাবে ‘দিদি’ শব্দটির উল্লেখ রয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে লেখা হয়েছে ‘দিদি মমতা ব্যানার্জি’র নাম।
আরও পড়ুনঃ প্রস্তুত থাকতে হবে উপনির্বাচনের জন্য, ৬ জেলায় চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
পোস্টারে লেখা রয়েছে, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাট প্রদেশ’। তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে, গোটা গুজরাত জুড়েই বড় পর্দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনানোর ব্যবস্থা হচ্ছে। গুজরাটের ৩৩টি জেলার মধ্যে ৩২ টি জেলাতেই এই ব্যবস্থা থাকছে। এছাড়া উত্তরপ্রদেশে লখনউ ও অযোধ্যার দুজায়গায় এমন ব্যবস্থার চেষ্টা অনেকটা এগিয়েছে। তামিলনাড়ু, ত্রিপুরা ও অসমেও বক্তৃতা পৌঁছনোর চেষ্টা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584