সারাভারত কৃষক সভার ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল তুফানগঞ্জে

0
112

মনিরুল হক, কোচবিহারঃ

সারাভারত কৃষক সভার ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ধলপলে। রবিবার তুফানগঞ্জ-১ নং ব্লকের ধলপল-২ গ্রাম পঞ্চায়েতের ছাটরামপুর গেন্দিগুড়ি প্রাইমারি বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই ২১ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ওই সভায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ অনন্ত রায়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুব সহ সম্পাদক অসীম সাহা, ব্লক সম্পাদক পুনেশ্বরী অধিকারী, জেলা কমিটির সদস্যা রবিকা বিবি সহ আরও অনেকে।

rally | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, ধলপল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সারা ভারত কৃষক সভার ২১ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে মোট ৩৫ জনের একটি লোকাল কমিটি গঠন হয়। এদিন ওই কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হন বাপ্পা দত্ত, সম্পাদক লোকনাথ দাস, কোষাধ্যক্ষ রঞ্জিত দাস। ওই কমিটি গঠনের পর একটি মিছিল পুরো এলাকা পরিক্রমা করে। জানা গেছে ওই সম্মেলনে ১৫০ জন প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর প্রাক্কালে ফালাকাটায় বস্ত্র বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন

এদিন সারাভারত কৃষক সভার কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক কমঃ অনন্ত রায় বলেন, “আজ আমরা ধলপল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের সারাভারত কৃষকসভার নেতা কর্মীদের নিয়ে একটা কমিটি গঠন করলাম। সেই কমিটিতে স্থান পেয়েছেন ৩৫ জন। পরে আমরা তাদের নিয়ে এলাকায় একটা মিছিল করি।”তিনি এও বলেন, আমরা সবসময় সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছি এবং পাশে থাকব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here