নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপের বয়ান অনুযায়ী, ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে ওই সংঘর্ষে।
শনিবার ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে উত্তপ্ত হয়ে ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলা। তারপর থেকে এই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কোনও খোঁজ মিলছে না বলে রবিবার আধিকারিকরা জানান।
শনিবার ওই সংঘর্ষে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান ৷ জখম হয়েছিলেন আরও কয়েকজন জওয়ান৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷যৌথবাহিনীর কাছে ওই এলাকায় মাওবাদী গতিবিধির খবর ছিল৷ তার ভিত্তিতেই অভিযানে নামে তারা, জানিয়েছেন ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি। এই ঘটনায় কেঁপে ওঠে ছত্তিশগড়ের বিজাপুর।
আরও পড়ুনঃ হাথরস নিয়ে খবর করতে যাওয়া সাংবাদিক সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে মামলা দায়ের
পুলিশ সূত্রে খবর, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একটি বড় টিম পাঠানো হয়েছে তেররাম-এর জঙ্গলে।ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ তখনই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় বাহিনীও৷ আর তখনই গুলির লড়াই প্রাণ হারান পাঁচ জওয়ান৷
আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার বাঁকুড়ার আইসি
গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে আইইডি হামলা চালিয়েছিল মাওবাদীরা৷ তাতেও প্রাণ যায় পাঁচ ডিআরজি জওয়ানের৷ এই সুকমা, বস্তার–সহ সংলগ্ন এলাকাই মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584