ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের শুরুতেই দেখা গিয়েছিল স্বাস্থ্য পরিকাঠামোর ভগ্ন দশা, তারই সঙ্গে কিছু কিছু রাজ্যে ভয়াবহ অক্সিজেনের আকাল। বহু হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা কার্যত থমকে গিয়েছিল অক্সিজেনের অভাবে। এমন পরিস্থিতিতে এক বেনজির সিদ্ধান্ত নেয় আগ্রার পরশ হাসপাতাল।
গত ২৭ এপ্রিল হঠাৎই অক্সিজেন সরবরাহ বন্ধ করে ‘মক ড্রিল’ চালানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি সামনে এসেছে পরশ হাসপাতালের মালিক অরিঞ্জয় জৈনের কয়েক মিনিটের এক অডিও ক্লিপ, তা থেকেই জানা গিয়েছে এই ঘটনা। অভিযোগ উঠেছে ঘটনার দিন হাসপাতালে মৃত্যু হয় ২২ জন রোগীর। অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে উত্তর প্রদেশ সরকার।
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু প্রায় ৬৫০ জন চিকিৎসকের, আইএমএ রিপোর্ট
অডিও ক্লিপটিতে হাসপাতাল মালিককে বলতে শোনা যায়, ‘ আমাদের বলা হয়েছিল রোগীদের ছেড়ে দাও, খোদ মুখ্যমন্ত্রীও পাচ্ছেন না অক্সিজেন। আমরা হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারকে বোঝাতে শুরু করি, কেউ কেউ বুঝলেও বেশির ভাগই হাসপাতাল ছেড়ে যেতে চাননি। তখনই মক ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল সাতটায় অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় পাঁচ মিনিটের জন্য।’ তিনি বলেন অক্সিজেনের অভাবে ঠিক কতজন রোগী মারা যেতে পারেন তার মূল্যায়ন করার জন্যই সেদিন মক ড্রিল চালানো হয়। তিনি আরো বলেন যে অক্সিজেন বন্ধ করার কয়েক মিনিটের মধ্যেই নীল হয়ে যাচ্ছিলেন রোগীরা।
আরও পড়ুনঃ আর্থিক প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত মহাত্মা গান্ধীর প্রপৌত্রী, ৭ বছরের কারাদণ্ড
যদিও ২৭ এপ্রিল ওই বেসরকারি হাসপাতালে ২২ জন রোগী মৃত্যুর অভিযোগও নস্যাৎ করে দেন আগ্রার জেলা শাসক প্রভু এন সিং। তিনি জানান ২৬ এবং ২৭ এপ্রিল পরশ হাসপাতালে মোট ৭ জন রোগী মারা গিয়েছেন। আর অক্সিজেনের সংকট কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়। মথুরার প্ল্যান্ট থেকে পর্যাপ্ত অক্সিজেন যোগান দেওয়া হয়েছিল। তবে তিনি জানিয়েছেন এই ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ কোভিডে অনাথ হওয়া শিশুদের অবৈধ দত্তকের বিরুদ্ধে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়ে যাওয়ার পর হাসপাতাল মালিক জানিয়েছেন, ওইদিন মক ড্রিল করে দেখা হচ্ছিল, কাদের বেশি অক্সিজেন প্রয়োজন ও কাদের কম। তিনি ব্যাখ্যা করেছেন,’মক ড্রিলের অর্থ হল কোনও খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে ওই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তার একটা নকশা তৈরি করে নেওয়া যাতে সেই মুহূর্তে কোন বিভ্রান্তির সৃষ্টি না হয়।’ এই ঘটনা সামনে আসায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584