কিশোরভারতীর পর এবার সল্টলেক যুবভারতী, তৈরি হল ২২৩বেডের করোনা হাসপাতাল

0
75

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কোভিড চিকিৎসায় এবার নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। সল্টলেক আমরি হাসপাতালের সহায়তায় সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হল ২২৩ বেডের করোনা হাসপাতাল।

salt lake yuva bharati stadeum | newsfront.co

রাজ্যে দৈনিক সংক্রমণ পার করেছে ১৮ হাজার। বেড, অক্সিজেন নিয়েও হাহাকার চারিদিকে। বেডের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীরও। এই সমস্যা মেটাতেই এবার উদ্যোগী রাজ্য সরকার।থাকছে ২১০টি জেনারেল বেড, ১৪টি ডরমেটরি। জানা গেছে যে, পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি বেডে অক্সিজেন সরবরাহ করা হবে।

আরও পড়ুনঃ বাংলার ‘ভোট পরবর্তী হিংসা’র নামে চালানো হচ্ছে বাংলাদেশের আহত মহিলার ছবি

উল্লেখ্য, এর আগে অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই টালমাটাল চিকিৎসা ব্যবস্থা, দেশজুড়েই বেডের সমস্যা। এই সমস্যা থেকে রেহাই পেতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here