এন্টালির নির্মীয়মাণ আবাসন থেকে মিলল বাইশটি তাজা বোমা

0
54

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ফোর্ট উইলিয়াম সামরিক গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে এন্টালি থানা এলাকার একটি নির্মীয়মাণ আবাসনের ফ্ল্যাট থেকে বাইশটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

Entally Police station | newsfront.co
ফাইল চিত্র

নেপথ্যে কি প্রোমোটিং নিয়ে বিবাদ? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, নির্মীয়মাণ আবাসনের একটি ফ্ল্যাটের একটি ঘরে বোমাগুলি বাক্সবন্দি অবস্থায় ছিল। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এন্টালি থানায় আসেন ফোর্ট উইলিয়ামে সামরিক গোয়েন্দা বিভাগের দুই আধিকারিক। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাহায্য চান তাঁরা। সেইমতো স্থানীয় স্যার সৈয়দ আহমদ রোডে নির্মীয়মাণ একটি বহুতলে যায় পুলিশ।

আরও পড়ুনঃ যাদবপুরে বাবাকে পিটিয়ে মারল ছেলে,দেখেও নিশ্চুপ প্রতিবেশী

সেখানে পৌঁছানোর পর একতলার কোণের একটি ঘর থেকে দুটি বাক্স পাওয়া যায়। কিসের বাক্স? তদন্তকারীরা জানিয়েছেন, খোলার পর দেখা যায়, ওই বাক্সে রয়েছে ২২ তাজা বোমা! যে ঘর থেকে বোমাভর্তি বাক্স দুটি উদ্ধার হয়েছে, সেই ঘরের দেওয়ালে প্লাস্টার ও মেঝের কাজ সম্পূর্ণ। তবে বিদ্যুৎ সংযোগ আসেনি। ঘরটি এখনও বসবাস করার মতো নয়। তাহলে ঘরে বোমা কে বা কারা রেখে গেল? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ টি ব্যাগে এবার দিলীপ ঘোষের ছবি, বঙ্গ বিজেপির জনসংযোগের নয়া কৌশল

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চারতলা ওই বাড়িটি মালিক নাসিম আখতার, শামিম আখতার নামে দুই ব্যক্তি। তাঁদের আরও দুই ভাই। বহুতলটি নির্মাণ করছে মহম্মদ কৌসর নামে এক প্রোমোটার। তবে বাড়ির মালিক ও প্রোমোটার মধ্যে গন্ডগোল চলছে। এই ঘটনার সঙ্গে বোমা উদ্ধারের কোন সম্পর্ক আছে নাকি নেপথ্যে অন্য কিছু? তদন্তে নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here