নতুন করে আজকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪, সুস্থ ৪

0
138

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

রাজ্যে সংক্রমণের হার রবিবারও অপরিবর্তিত। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ২৪ জন। তবে সুস্থ হয়েছেন আরও ৪ জন। ফলে রাজ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে মোট ৬৬ জনকে। তবে মৃত্যুসংখ্যা এদিন আর বাড়েনি, ১২ তেই অপরিবর্তিত রয়েছে। তাই রাজ্যের হিসেবে মোট করোনা আক্রান্ত ঘটনার সংখ্যা ২৭৬ জন।

Corona | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ পেরিয়ে ৩ এর গন্ডি ছুঁয়েছে। আক্রান্তের সংখ্যা ৩১০ জন। ফলে কেন্দ্র রাজ্যে ৩৪ জনের হিসেবে ফারাক রয়েছে।

এ দিন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে আরও জানানো হয়, এই মুহূর্তে রাজ্যে ৩৫০৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন। হাসপাতালে আইসোলেশনে এখন পর্যন্ত ৩২৩৩ জনকে ভর্তি করা হয়েছে এবং ২৭০৮ জনকে ছেড়েও দেওয়া হয়েছে। ফলে হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন ৫২৫ জন।

এখন পর্যন্ত ৫০৪৫ জনের লালারসের নমুনা করোনার জন্য নমুনা করা হয়েছে, যার মধ্যে পজিটিভ ২৭৬ জন। রাজ্যের ৫৮২ টি কোয়ারেন্টাইন সেন্টারে ১৩৫৬০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। নাইসেড, এসএসকেএম, মেদিনীপুর মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, অ্যাপোলো হাসপাতাল, টাটা মেডিকেল সেন্টার, ডা: লাল প্যাথ ল্যাব, মালদা মেডিকেল কলেজ এবং কমান্ড হাসপাতাল করোনার নমুনা পরীক্ষা চলছে। রাজ্যের ৬৬ টি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here