ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু অব্যাহত। এবার উত্তরপ্রদেশের ঔরিয়া। ভোর রাতে দুই ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে দুই ট্রাকেই পরিযায়ী শ্রমিক ভর্তি ছিল। এই দুর্ঘটনা ঘটে মোটামুটি ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে। ঔরিয়ার সার্কেল অফিসার সুরেন্দ্রনাথ যাদব জানিয়েছেন, ” দুর্ঘটনাটি মিহুলিতে ঘটে যাতে ২৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।৫০ জন শ্রমিককে নিয়ে এক ট্রেলার ট্রাক রাজস্থান থেকে আসছিল। অন্য দিক থেকে আসা ডিসিএম ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার ভোর ৩টে থেকে সাড়ে ৩টের সময় দুর্ঘটনাটি ঘটে।”
The incident took place at around 3:30 am. 23 people have died and around 15-20 have suffered injuries. Most of them are Bihar, Jharkhand and West Bengal: Abhishek Singh, DM Auraiya pic.twitter.com/fLpnPTAYmD
— ANI UP (@ANINewsUP) May 16, 2020
শ্রমিকরা বেশির ভাগই পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584