ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
হাজার বছরের রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি চীনে। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২৫ জনের, তার মধ্যে জলে ডুবে মারা গিয়েছেন ১২ জন। গত ৩দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চীনের ভয়ঙ্কর বন্যার ছবিতে দেখা গিয়েছে প্রায় বুক সমান জল একাধিক জায়গায়।
মধ্য চীনের হেনান প্রদেশের রাজধানী জেংহাউয়ে সাবওয়ে প্লাবিত হওয়ার ফলে ট্রেনেই আটকে পড়েছেন যাত্রীরা। সাবওয়ে থেকে উদ্ধার করা গিয়েছে প্রায় ৫০০ জনকে, প্রশাসনের আশংকা সাবওয়ের ভিতরে এখনো আটকে থাকতে পারেন কিছু যাত্রী। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট শি জিংপিং-এর নির্দেশে মোতায়েন করা হয়েছে পিপলস লিবারেশন আর্মিকে। কাজ শুরু করেছে প্রায় ৩ হাজার সেনা।
আরও পড়ুনঃ দিল্লির যন্তর মন্তরে আজ থেকে শুরু ‘কিষান সংসদ’, চলবে ১৩ অগাস্ট অবধি
চীনের এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। উদ্ধার করা হয়েছে ১ লক্ষ ৬০হাজার মানুষকে। বিপর্যস্ত হয়ে গিয়েছে গণ পরিবহন ব্যবস্থা, বন্ধ রাখা হয়েছে রেলের একটি অংশকেও। প্রেসিডেন্ট শি জিংপিং জানিয়েছেন, অতি বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি আয়ত্বে আনতে সময় লাগছে। জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চীনে ৬১৭.১ মিমি বৃষ্টিপাত হয়েছে, যেখানে সে দেশের সারা বছর গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৪০.৮ মিমি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584