নিজস্ব সংবাদদাতা,পূর্বস্থলীঃদীর্ঘ ২৫ বছর ধরে পঞ্চায়েতের ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। পূর্ব বর্ধমান জেলায় দৃষ্টান্ত তৈরি করেছিল পূর্ব স্থলী ২ নম্বর ব্লকের অধীন কালেকাতলা ১ গ্রাম পঞ্চায়েতটি।
তাই এবারের নির্বাচনে পদ্মফুলের পরিবর্তে ঘাস ফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
তবে হাল ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা। তৃণমূলের সন্ত্রাসের কাছে মাথা নোয়ায় নি কোনো কর্মী সমর্থক। শাসকদলের সন্ত্রাসকে উপেক্ষা করে ২৫ টি আসনেই প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে গেরুয়া শিবির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। তাই ভোটের ময়দান জমে উঠেছে।
পঞ্চায়েতে ত্রিমুখী লড়াই। অন্যদিকে শাসক দলের নেতা-নেত্রীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় থাকা পঞ্চায়েতি তৃণমূলের দখলে আনতে হবে এরকম অঙ্গীকারবদ্ধ হয়েই ভোটে ঝাঁপিয়ে পড়েছে কর্মীসমর্থকরা।
অন্যদিকে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতা জন্মেজয় মাহাতো বলেন মানুষ চায় বিপদে-আপদে কেউ না কেউ পাশে থাকুক। দীর্ঘদিন ধরেই আমরা এলাকার উন্নয়ন যেমন করে যাচ্ছি তেমনি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। জয়ের জন্য আমরা চিন্তিত নই চমক প্রাণনাশের হুমকি যাই আসুক আমরা উন্নয়ন শান্তি ও মানুষের পাশে থাকার জন্য আমাদের লড়াই আমরা চালিয়েই যাব।
জেলার ব্যতিক্রমী গ্রাম পঞ্চায়েত কালেকাতলা ১ গ্রাম পঞ্চায়েত টি।
তাই ব্যতিক্রমী এই গ্রাম পঞ্চায়েতে দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেসের শিবির।
এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে দেওয়াল লিখন ও প্রচারে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সেই অর্থে ব্যাকফুটে দ্বিতীয় স্থানাধিকারী তৃণমূল কংগ্রেস এর প্রার্থীরা।
অন্যদিকে শাসক দলের নেতা-নেত্রীরা বলছেন পরিবর্তনের কথা। ঘাসফুলের বাড়বাড়ন্ত সারা রাজ্য জুড়ে । এখানে কেন পদ্মফুল থাকবে চাই পরিবর্তন ঘটাতে হবে ঘাসফুল এই শ্লোগানে ময়দান জমে উঠেছে।
জানা গিয়েছে যে হাজার ১৯৯৩ সাল থেকে এই পঞ্চায়েতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। আসন সংখ্যা ২১ টি। গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পেয়েছিল ১১ টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছিল তার ৪টি আসন। সিপিআইএম প্রার্থীরা পেয়েছিল ৬টি আসন। এই সময়ে সিপিআইএমকে হারিয়ে পঞ্চায়েতি দখল করেছিল গেরুয়া শিবির।জেলা পরিষদের বিদায়ী সদস্য ও তৃণমূল নেতা বিপুল দাস জানিয়েছেন যে এই পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি হয়েছে স্বজনপোষন নিয়ে এলাকার মানুষ বারবার সরব হয়েছেন। রাস্তাঘাট পানীয়জল সবুজসাথী কন্যাশ্রী খাদ্যসাথী সহ মুখ্যমন্ত্রী নানা উন্নয়নমূলক প্রকল্পের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। সরকারের উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন এলাকার মানুষ তাই আমরা পরিবর্তনের ডাক দিয়েছি পদ্মফুলের পরিবর্তে ঘাসফুল ভুটানের আহ্বান জানিয়েছি এবং সেই সাথে উন্নয়নকে হাতিয়ার করেই আমরা ভোটে জিতবো এরকমটাই আশা করছি।
এলাকার সিপিএম নেতা তথা বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কারী ভারতীয় জনতা পার্টি কে মানুষ এবার প্রত্যাখ্যান করবে। আমরা পরিবর্তনের পরিবর্তনের ডাক দিয়েছি। তৃণমূল ভারতীয় জনতা পার্টি নয় ক্ষমতাসীন হবে সিপিআইএম দলের প্রার্থীদের জয় লাভের মধ্যে দিয়ে বোর্ড গঠন করবে সিপিআইএম।
একসময়ের বাম দুর্গ আজ স্বমহিমায় আবার আশিন হবে এমনটাই আশাবাদী বিধায়ক প্রদীপ সাহা।
অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে পদ্মফুলের পরিবর্তে এবার ওই পঞ্চায়েতে ঘাস ফুল ফুটবেই।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584