নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কলকাতায় ২৫ টি এলাকায় মাইক্রো কন্টেনমেন্ট জোন, সোমবার পুরনিগমের বৈঠকের পরে এমনটাই জানালেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম । পাশাপাশি মেয়র জানিয়েছেন মঙ্গলবার থেকেই কলকাতায় চালু হচ্ছে ৩ টি সেফ হোম। হরেকৃষ্ণ শেঠ লেন, গীতাঞ্জলি স্টেডিয়াম সহ মোট তিনটি সেফ হোম চালু করা হচ্ছে।
ফুলবাগান থানা এলাকায় এই মুহূর্তে ৩টি কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। মানিকতলা থানা এলাকার একটি হাউসিং কমপ্লেক্স কনটেনমেন্ট জোন , বউবাজার থানা এলাকার একটি ফ্ল্যাট, হরিদেবপুর থানা এলাকার ১৪৪ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি হোস্টেলকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইআইএম কলকাতার টাটা হল আইসোলেশন হোস্টেল ও রামানুজন হোস্টেল। লেক ভিউ হোস্টেল ও নিউ হোস্টেল। এছাড়া বউবাজার থানা এলাকায় একটি, ট্যাংরা এবং তপসিয়া থানা এলাকায় একটি করে, শেক্সপিয়র সরণি থানা এলাকায় তিনটি, কড়েয়া থানা এলাকায় চারটি, একবালপুর থানা এলাকায় দুটি এবং প্রগতি ময়দান থানা এলাকায় দুটি কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। আনন্দপুর ও সার্ভে পার্ক থানা এলাকাতেও একটি করে কনটেনমেন্ট জ়োন চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলা বন্ধের আবেদন জানিয়ে এবার দায়ের জনস্বার্থ মামলা
কলকাতার ২৫টি কনটেনমেন্ট জ়োনের তালিকার মধ্যে এখনও পর্যন্ত রয়েছে ৪টি বস্তি এলাকা, ৯টি বহুতল, ৫টি ফ্ল্যাট, ৫টি মিশ্র এলাকা এবং ৪টি হস্টেল। সংক্রমিতের সংখ্যা ৭ নম্বর বরোতে সবথেকে বেশি মোট ১০টি কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে এছাড়া ১৪৪ নম্বর ওয়ার্ডে রয়েছে ৪টি কনটেনমেন্ট জোন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584