নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহেই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার থেকে। আর প্রথম দিনই তৈরি হল উদ্বেগ। দেখা গেল, প্রথম দিনই ২৫ জন সাংসদের শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে।
সংক্রমিতদের মধ্যে আছেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে, পরবেশ সাহিব সিং, রীতা বহুগুনা মহাজন, কৌশল কিশোররা। আক্রান্ত সদস্যরা নিজেদের শারীরিক পরিস্থিতির বিষয়ে সচিবালয়কে জানিয়েছে।
বস্তুত কেন্দ্রে মন্ত্রী ও সাংসদদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে। গত দু’দিন ধরে তিনি এইমসেই রয়েছেন।
আরও পড়ুনঃ কেন্দ্রের জানা নেই মহামারিতে কর্মচ্যুতির সংখ্যা!
করোনার জেরে বিলম্বিত বাদল অধিবেশনের প্রথম দিনে লোকসভার কক্ষে প্রায় ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রধান কক্ষের উপর অবস্থিত ভিজিটর্স গ্যালারিতে ছিলেন ৩০ জনের মতো। সতর্কতা হিসেবে প্রত্যেক সাংসদের বসার জায়গার সামনে কাঁচের শিল্ড লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ দিল্লি পুলিশের আবেদন মেনে ১০ দিনের পুলিশ হেফাজত উমর খালিদের
সামাজিক দূরত্বের বিধির জন্য রাজ্যসভার কক্ষেও লোকসভার কয়েকজন সাংসদ বসেছিলেন। সেজন্য সংসদের নিম্নকক্ষে একটি জায়ান্ট স্ক্রিন রাখা হয়েছিল। যে বেঞ্চগুলিতে সাধারণত ছ’জন সদস্য বসতেন, সেখানে মাত্র তিনজনের বসার ব্যবস্থা করা আছে। তবে করোনা আবহে অনেক বয়স্ক সাংসদই অধিবেশনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সুরক্ষা বিধি মেনে চলার জন্য দুটি শিফটে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন হবে। সকালে সংসদের উচ্চকক্ষের অধিবেশন হবে। আর বিকেলে হবে সংসদের নিম্নকক্ষের অধিবেশন। যদিও বাদল প্রথম অধিবেশনের প্রথম দিন সকালেই লোকসভার অধিবেশন হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584