ভারতবন্ধু উইলিয়াম কেরির ২৬০ তম জন্ম বার্ষিকী পালন ‘সম্প্রীতি আকাদেমি’র

0
98

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত ২৫ অগাস্ট, কলকাতা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় আয়োজিত হল ভারতবন্ধু উইলিয়াম কেরির ২৬০ তম জন্ম বার্ষিকী । কেরি সাহেবের জন্ম বার্ষিকী উদযাপনের আয়োজন করেছিল ‘সম্প্রীতি আকাদেমি’।

Sampriti Academy

অনুষ্ঠানের উদ্যোক্তারা জানালেন, বিভিন্ন ক্ষেত্রে যাঁদের অনন্য অবদান রয়েছে তেমন বহু মানুষের জন্ম বার্ষিকী সকলেই পালন করে থাকেন। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলার মাটিতে উইলিয়াম কেরির জন্ম বার্ষিকী পালনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হল তাঁকে। উইলিয়াম কেরির জন্ম বার্ষিকী পালনের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাকলি ধারা মন্ডল। অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়।

Academy

প্রথম পর্ব বিকেল পাঁচটা থেকে ছয়টা, এই পর্বে আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভা। বাংলায় বাইবেল ও বঙ্গ পথিক উইলিয়াম কেরি কে নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করেন শ্রী মৃণাল সরকার,শ্রী বিভোর দাস, জনাব নাজিবুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাইবেল নাট্যসঞ্চয়’ নামে একটি বই প্রকাশিত হয়। বইটির উদ্বোধক ছিলেন শ্রী সুশীল সাহা। বইটির সম্পাদক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রাণ অধ্যাপক ড সুরঞ্জন মিদ্দে। এই গ্রন্থে দুই বাংলার সেরা নাটকগুলি স্থান পেয়েছে। বইটি প্রকাশিত হয়েছে ‘নান্দনিক’ প্রকাশনা সংস্থা থেকে।

আরও পড়ুনঃ প্যারালিম্পিক্সে রূপো নিশ্চিত ভারতের, ফাইনালে পৌঁছলেন ভাবিনা প্যাটেল

meeting

এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন শ্রী হেমেন্দুবিকাশ চৌধুরী এবং অধ্যাপক মৃন্ময় প্রামানিক। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের কাছে বিশেষভাবে প্রসংশিত হয়েছে এই আয়োজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here