গত ২৪ ঘন্টায় আফগান সেনার হাতে ২৬২ তালিবানের মৃত্যু, জারি করা হয়েছে কারফিউ

0
54

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আফগান সেনা ও তালিবানদের সংঘর্ষে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনার হাতে মারা গিয়েছে অন্তত ২৬২ জন তালিবান, দেশের প্রায় সর্বত্র জারি করা হয়েছে কারফিউ, এমনটাই জানানো হয়েছে সেদেশের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে।

Taliban Terrorist
ছবি সৌজন্যেঃ টুইটার

আফগানিস্তান সেনার তরফে জানানো হয়েছে আরো অন্তত ১৭৬ জন সন্ত্রাসী আহত হয়েছে একই সঙ্গে নিষ্ক্রিয় করা হয়েছে ২১ টি আইইডি বিস্ফোরক। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক একটি টুইট করে জানায়, “লাঘমান, নানগারহার, নূরিস্তান, কুনার, গজনী, পাকতিয়া, কান্দাহার, হেরাত, বলখ, যোজিয়ান, হেলমান্ড, কুন্দুস ও কাপাসিয়া এইসব প্রদেশে সেনা অভিযানে গত ২৪ ঘন্টায় সেনার হাতে মারা গিয়েছে ২৬২ তালিবান এবং আহত আরো অন্তত ১৭৬ জন তালিবান। এই অভিযানে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ২১ টি আইইডি বিস্ফোরক ও সবকটি নিষ্ক্রিয় করা গিয়েছে।”

ওই টুইটে আরো জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টা ধরে সেনার এই অভিযান চালাচ্ছে, বিশেষত তালিবান অধ্যুষিত অঞ্চলগুলিতে বিশেষভাবে অভিযান চালানো হয়েছে।

তালিবান সন্ত্রাসীরা যাতে শহরে ঢুকে পথে না পারে সেজন্য শনিবার সে দেশের প্রায় সর্বত্র কারফিউ জারি করে আফগানিস্তান সরকার। কাবুল এবং আরো দুইটি প্রদেশকে ছাড় দেওয়া হয়েছে, এছাড়া সর্বত্র রাত ১০ টা থেকে ভোর ৪টে পর্যন্ত রাস্তায় বেরোনোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুনঃ প্রবল বর্ষণের জেরে মহারাষ্ট্রে বন্যা ও ধস, মৃত ১৩৬

বিগত দুমাসের ওপর ধরে আফগানিস্তানে চলছে সেনা ও তালিবান গোষ্ঠীর এই সংঘর্ষ। ইতিমধ্যে আফগানিস্তান থেকে আমেরিকা তাদের বাহিনী সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। সম্পূর্ণ ভাবে আমেরিকান বাহিনী ও কূটনৈতিক ব্যক্তিত্বদের ফিরিয়ে নেওয়া পর্যন্ত তাঁদের নিরাপত্তার কারণে প্রায় ৬৫০ আমেরিকান সেনা আফগানিস্তানে রয়েছে। এছাড়া কাবুল এয়ারপোর্টে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত মোতায়েন থাকবে কয়েকশো আমেরিকান সেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here