সাতসকালে বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬ সেনা

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রবিবার সাত সকালে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা আফগানিস্তানে। এদিন পূর্বের গজনিতে এক আত্মঘাতী জঙ্গি সেখানে গাড়ি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২৬ আফগান সৈনিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম কমপক্ষে ১৭ জন।

Afganistan Car bombing | newsfront.co

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কে বা কারা এই হামলা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের পর গোটা এলাকা থমথমে। নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

গজনির পূর্ব প্রান্ত বরাবরাই উত্তপ্ত। এই এলাকায় আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে তালিবানদের নিরন্তর অশান্তি চলছে। এদিনও এই এলাকার একটি জন নিরাপত্তা কেন্দ্রে হামলা হয়। ওই চত্বরের তিন নম্বর ইউনিটে আচমকা একটি গাড়িতে বিস্ফেরণ ঘটে।

আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা

গাড়িটি আগে থেকেই সেখানে রাখা ছিল বলে একটি সূত্রের দাবি। এদিন সকালে ওই কেন্দ্রে কয়েকজন সন্ত্রাসবাদী হামলা চালায় বলে অভিযোগ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের গুলির লড়াই চলছিল বলেও খবর।

আরও পড়ুনঃ ৩০ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ

সেদেশ থেকে আসা প্রাথমিক রিপোর্ট আনুযায়ী, স্থানীয় প্রশাসনকে বার্তা দেওয়াই লক্ষ্য ছিল জঙ্গিদের। সেই মতো গজনিতে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে তারা। এক আত্মঘাতী জঙ্গিকে দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সময়মতো সংবাদমাধ্যমকে তা নিয়ে তথ্য দেওয়া হবে। গজনি হাসপাতালের ডিরেক্টর বাজ মহম্মদ হেমাত জানান, “২৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৭ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সকলে নিরাপত্তাবাহিনীর সদস্য।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here