২৬ নার্স, ৩ চিকিৎসক করোনা আক্রান্ত মুম্বাইয়ের সরকারি হাসপাতালে

0
33

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

মুম্বাইয়ের এক সরকারি হাসপাতালে একই সাথে ৩ জন ডাক্তার এবং ২৬ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর ।মুম্বাই ওকহার্ড হাসপাতলে(Wockhardt Hospital) সন্দেহ বুঝে ওই ডাক্তার এবং নার্সদের করোনা পরীক্ষা করানো হয় এবং তা প্রজেটিভ আসে।

corona | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

তবে ঠিক কী কারণে একই সাথে হাসপাতালের এত জন চিকিৎসক এবং নার্স আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রে খবর।পাশাপাশি জানা গেছে ওই হাসপাতালে ভর্তি সমস্ত রোগীদের দুবার করোনা পরীক্ষা করা হবে। এবং এই সময়ে নতুন করে কোনো রোগী ভর্তি বা কাউকে হাসপাতাল থেকে ছাড়া হবে না।

উল্লেখ্য দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫০০ ছাড়িয়েছে । এবং মৃতের সংখ্যা প্রায় ১০০ পার । সবথেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র । সেখানে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮১ জন । আর মহারাষ্ট্রের প্রাণকেন্দ্র মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫০ এর বেশি ।

দেশজুড়ে লকডাউন চলছে এরই মধ্যেই হুড়হুর করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তার ভাঁজ সরকারের কপালে। রবিবার দেশের স্বাস্থ্যমন্ত্রী ২০ পাতার একটি নতুন পরিকল্পনা পত্রে করোনা মোকাবিলার জন্য একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here