বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
ফের একবার শিলিগুড়িতে উদ্ধার সোনা।এবার উদ্ধার হল ২৭ কেজি সোনা সহ নগদ ১০ লাখ টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সোনম ভুটিয়া নামে এক ব্যক্তিকে।ধৃত সিকিমের বাসিন্দা।শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা সেবক রোড এলাকায় অভিযান চালান। এরপর সেখানে একটি গাড়ি আটকে তল্লাশি চালায় এবং সেই সময় উদ্ধার হয় ২৭টি সোনার বিস্কুট।এর পাশাপাশি উদ্ধার হয় নগদ দশ লক্ষ টাকা।বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় নয় কোটি টাকা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ইন্দো-চিন সীমান্ত দিয়ে ওই সোনা শিলিগুড়িতে এসে পৌঁছায়।যদিও কোথায় বা কার হাতে ওই সোনা তুলে দেওয়া হত এখনও সেই বিষয়ে জানা যায়নি।তদন্তের জন্য এদিন ধৃতকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে।শহর শিলিগুড়ি এখন সোনা পাচারের মূল করিডর।
আরও পড়ুন: আলিপুরদুয়ার পর্যটকদের কাছে আকর্ষক করতে পর্যটন মন্ত্রীর পরিদর্শন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584