শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের ২৪ ঘন্টায় রাজ্যে ২৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৭২ জন। আরও ৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২৫৩ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩২৫ জনের।
২৪ ঘন্টায় আরও ১৪৯ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ২৩০৬ জন। সুস্থ হওয়ার হার বেড়ে ৩৯.৯৫ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩১৪১ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১১৪ জনের।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪১ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২১৩২৩১ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৪৮০ জনের। এর মধ্যে ৮ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৬৯ টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫৩ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৯.০৯ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৭০৩৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৫৩৩২০ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৪৬৭৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯২৪৫১ জনকে।
আরও পড়ুনঃ খুলে যাচ্ছে মোটর ভেহিকলস দফতর, করানো যাবে লাইসেন্স থেকে রেজিস্ট্রেশন
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় ৫৪ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ২১৭৯ জনের। এদিন কলকাতায় আরও ৫ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ২১৪ জনের। এর পরেই হাওড়ায় ৭৮ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১১০৭ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ১৮ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৭৫৩ জনের। এখানে এক জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে। পশ্চিম মেদিনীপুরে এদিন প্রথম এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনায় এদিন মৃত্যু হয়েছে ভিন রাজ্যের এক বাসিন্দারও। হুগলিতে ৭ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৩০৬ জনের। বীরভূমে ৩০ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১৬০ জন। এছাড়া উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ছাড়া সংক্রমণ বেড়েছে বাকি সব ক’টি জেলাতেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584