সব রাজ্যের স্কুল শিক্ষকদের ৫ সেপ্টেম্বরের আগে জরুরী ভিত্তিতে টিকাকরণ, শিক্ষক দিবসের উপহার কেন্দ্রের

0
106

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শিক্ষক দিবসের প্রাক্কালে শিক্ষকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের আগে জরুরী ভিত্তিতে টিকাকরণ করতে হবে সব রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের। তার জন্য ২ কোটির বেশি টিকার ডোজ রাজ্যগুলিকে পাঠানো হবে অগাস্ট মাসেই, জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

Mansukh Mandaviya
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য

এদিন টুইট করে একথা জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। টুইটে তিনি লেখেন যে, সমস্ত রাজ্যগুলির কাছে কেন্দ্রের অনুরোধ, যাতে তারা জরুরী ভিত্তিতে শিক্ষক দিবসের আগে নিজের নিজের রাজ্যের সমস্ত স্কুল শিক্ষক- শিক্ষিকাদের টিকাকরণ সম্পন্ন করে।

মান্ডব্য লিখেছেন, “সমস্ত রাজ্যকে অতিরিক্ত ২ কোটি টিকার ডোজ পৌঁছে দেওয়া হবে। এভাবেই ‘ শিক্ষক দিবস’ উদযাপন করা হবে ৫ সেপ্টেম্বর।“

আরও পড়ুনঃ তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর, প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যে দেশে ৫৮.০৭ কোটির বেশি টিকার ডোজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সারা দেশের টিকাকরণ মঙ্গলবার ল্যান্ডমার্ক ছুঁয়েছে, ৫৯ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here