কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস

0
92

নিজেস্ব সংবাদদাতা,কল্যাণী : নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে দ্বিতীয় আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস।

দুদিনের এই বিজ্ঞান কংগ্রেসের সূচনা করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, এ রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ণে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। যা ছাত্র- ছাত্রীদের প্রভুত সাহয্য করবে। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের আর্থিক সহযোগিতায় এই বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসে ১২ টি বিষয়ের ওপর মোট সাড়ে পাঁচশ গবেষণাপত্র জমা পড়েছে। এরমধ্যে ৪০৮ টি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শংকর কুমার ঘোষ জানান, এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি অ্যাপসও চালু করা হয়েছে। এই অ্যপস্ ডাউনলোড করে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য জানা যাবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন কল্যাণীর বিধায়ক ড. সরমেন্দ্রনাথ বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ও অধ্যাপক দেবাংশু রায়।

ফিজিওলজি বিভাগে কলেরা ডিজিজ নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের সাধারণ প্রেসিডেন্ট ড. মনোজ চক্রবর্তী। তাঁর হাতে সম্মাননা তুলে দেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ডিন ড. রীতা ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম পাল, ড. এস সাহু, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার সহকারী অধিকারী ফারুক আহমেদ প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here