বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের প্রভাব, আতঙ্কিত সাধারণ মানুষ

0
56

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দিন যতই এগিয়ে যাচ্ছে মহামারী ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের আবারও তিন জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে ব্লকের সাধারণ মানুষ।

shiv sankar khan | newsfront.co
শিব শংকর খান, স্বাস্থ্য দফতরের আধিকারিক। নিজস্ব চিত্র

যদিও সে বিষয় নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয় অযথা বাড়ির বাইরে না বেরোতে এবং বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মুখে মাস্ক পরে সমদূরত্ব বজায় রেখেই চলাফেরা করতে।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীর বিডিওর করোনা পজিটিভ রিপোর্ট আসার পর নড়েচড়ে বসল প্রশাসন

এ বিষয়ে কোলাঘাট ব্লকের পাইকপাড়া স্বাস্থ্য দফতরের আধিকারিক শিব শংকর খান বলেন, “যেসব এলাকায় এই সংক্রমণের প্রভাব দেখা দিয়েছে সেই সব এলাকায় জীবাণুমুক্ত সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here