আজহার হুসেইন, কাশ্মীর:
মাত্র একদিনের অন্তরালেই উত্তর কাশ্মীরের হান্ডওয়াড়ায় টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর আচমকা আক্রমণে ৩ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। ঘটনাস্থল উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার হান্ডওয়াড়ার ওয়াঙ্গাম কাজিয়াবাদ এলাকা।
সিআরপিএফের ৯২বিএন দলের উপর টহলরত অবস্থায় সাড়ে পাঁচটার দিকে জঙ্গিরা আচমকা আক্রমণ করে। ঘটনাস্থলে ২ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ও ২ জন গভীরভাবে আহত হন। আহত ২ জনকে হাসপাতালে নিয়ে গেলে আরও এক জনওয়ানের মৃত্যু হয়।
শ্রীনগরে সিআরপিএফের মুখপাত্র পঙ্কজ সিং জানান,” আক্রমণে ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে।দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, অপর জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।”
আরও পড়ুন: হান্ডওয়াড়া এনকাউন্টারে কর্নেল-মেজর সহ যৌথবাহিনীর ৫ জওয়ান শহিদ, নিহত ২ জঙ্গি
ঘটনাস্থল থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মৃতদেহ কাছ থেকে কোন অস্ত্র না পাওয়া যাওয়ায় তার পরিচিতি নিয়ে সন্দেহ রয়েছে।
আক্রমণের পরেই অতিরিক্ত সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছেন এবং পলাতক জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584