ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। তাই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ২৭ শে জুলাই থেকে তিন দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল ত্রিপুরা সরকার।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার ঘোষণা করেন যে আগামী ২৭ জুলাই সকাল ৫টা থেকে ৩০শে জুলাই সকাল ৫টা পর্যন্ত এই সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। তবে জরুরী পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭৭৮, মৃত্যু হয়েছে ১১ জনের।
এছাড়াও করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে শুরু করে মাস্ক পরার ব্যাপারে আইন করা হয়েছে। প্রকাশ্য জায়গায় মাস্ক না পরে বেরোলে প্রথমে ২০০ টাকা ও দ্বিতীয়বার হলে ৪০০ টাকা জরিমানা চালু করা হয়েছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১০০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584