আজহার হুসেইন, কাশ্মীর:
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতীয় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হল। মৃত ৩ জঙ্গির মধ্যে একজন আইইডি এক্সপার্ট তথা জইস কমান্ডার রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী আলিয়াস ফৌজিভাই নামক আযহার মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ এক আইইডি এক্সপার্ট রয়েছে। সাম্প্রতিক পুলওয়ামার এক গাড়িতে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় পুলিশ তার নামের যোগসূত্র খুঁজে পেয়েছে বলে দাবি করেছে।
আরও পড়ুন:ব্রেকিং নিউজঃদক্ষিণ কাশ্মীরে তৈরি হচ্ছে যুদ্ধ বিমান ওঠা নামার এমার্জেন্সি রানওয়ে
বুধবার সকালে ভারতীয় সেনার ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস, ১৮৩ সিআরপিএফ ব্যাটেলিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী কঙ্গণ গ্রামের আস্তান মোহল্লা ঘিরে ফেলে। শুরু হয় চিরুনি তল্লাশি। সন্দিগ্ধ এলাকার দিকে যৌথবাহিনী এগোতেই জঙ্গিদের তরফ থেকে গুলি ছোড়া শুরু হয়। পাল্টা আক্রমণে ৩ জঙ্গি নিহত হয়। ঘটনায় ১ সেনাও আহত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584