নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মহারাষ্ট্রে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৬জন পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত আরও পাঁচজন।
লকডাউনের বন্ধ গণপরিবহন ব্যবস্থা, রেল লাইন ধরে হেঁটেই বাড়ি ফিরছিলেন তাঁরা। পরিশ্রান্ত শ্রমিকরা রেলে লাইনে বসে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন যার জেরে ঘটে যায় এই মর্মান্তিক দূর্ঘটনা।
এই দূর্ঘটনায় সারা দেশে তোলপাড় হলেও এই ঘটনা কিন্তু নতুন নয়। লকডাউন সময়কালে পথ দূর্ঘটনায় যত মৃত্যু হয়েছে তার ৩০ শতাংশ পরিযায়ী শ্রমিক বলছে সমীক্ষা।
সেভ লাইফ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার করা এই সমীক্ষা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ২৩ মার্চ থেকে ৩ মে পর্যন্ত দুই দফার লকডাউন সময়কালে দেশে মোট ৬০০টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে যার ফলে মৃত্যু হয়েছে ১৪০ জন মানুষের।
আরও পড়ুনঃ সাত মাসের শিশু কন্যাকে খুন মদ্যপ বাবার, গণধোলাইয়ে মৃত্যু অভিযুক্তের
এদের মধ্যে ৩০ শতাংশ পরিযায়ী শ্রমিক ৫৭ শতাংশ গাড়ির চালক বা সহকারী। বাকিরা অত্যাবশক পরিষেবার সাথে যুক্ত মানুষ।
লকডাউনের সময়ে রাস্তা ফাঁকা থাকার কারনে গাড়ি অনিয়ন্ত্রিত গতিতে চলার ফলেই বেশিরভাগ দুর্ঘটনাগুলি ঘটছে।
আর পরিযায়ী শ্রমিকরা অনেকটা পথ হাঁটার ফলে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে খেয়াল রাখতে পারছেন না কোন দিক থেকে গাড়ি আসছে যার কারনে ঘটছে দূর্ঘটনাগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584