তুষারপাতের জেরে অটল টানেলে আটকে পড়া ৩০০পর্যটককে উদ্ধার

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রবল তুষারপাতের জেরে রবিবার হিমাচল প্রদেশের রোহতাংয়ে ঘটল বড় বিপত্তি। যার কারণে নবনির্মিত অটল টানেলে আটকে পড়েন প্রায় ৩০০-র মতো পর্যটক। পরে হিমাচল প্রদেশের পুলিশ তাঁদের উদ্ধার করেন।

Heavy Snowfall | newsfront.co
উদ্ধার কার্য। ছবিঃ এএনআই

জানা গিয়েছে, কুল্লু ও লাহৌল-স্পিতি ভ্যালির পুলিশ যৌথ উদ্যোগে গাড়ি পাঠিয়ে শনিবার সন্ধ্যের পর পর্যটকদের উদ্ধারের ব্যবস্থা করে। রবিবার সকালে সম্পূর্ণ উদ্ধারকাজ শেষ হয়।

বরফ ও পিছোল রাস্তার কারণে প্রচুর গাড়ি আটকে ছিল মানালি ফেরার পথে। প্রায় ৭০টি গাড়ি, তার মধ্যে ৪৮ আসন বিশিষ্ট বাস, ২৪ সিটের পুলিশ বাস এবং কুইক রিঅ্যাকশন টিম পাঠিয়ে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। সবাইকে উদ্ধার করে মানালিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ হাড় কাঁপানো ঠান্ডা সাথে বৃষ্টি, প্রকৃতির বাধাকে উপেক্ষা করে দাবি আদায়ে অনড় কৃষকরা

শনিবার সকালে নবনির্মিত অটল টানেলে ক্রস করছিলেন পর্যটকরা। কিন্তু সন্ধ্যের দিকে তুষারপাতের জন্য লাহৌলের কাছে কোনও বিশ্রামের জায়গা খুঁজে না পেয়ে মানালির ফেরার পথে তাঁরা টানেলেই আটকে পড়েন। এমনটাই জানিয়েছেন কুল্লুর পুলিশ সুপার ণগৌরব সিং।

আবহাওয়া দফতর গত মঙ্গলবারই হিমাচল প্রদেশে আগামী ৩-৫ ও ৮ জানুয়ারি ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তাই পর্যটকদের সুরক্ষার কথা ভেবে হলুদ সতর্কতা জারি করেছে হিমাচল প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here