অস্ট্রেলিয়ায় ৩০০ তিমির মৃতদেহ উদ্ধার

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ক্যাঙ্গারুর দেশে ফের কয়েকশ তিমির মৃত্যু। গত কয়েকদিনে পশ্চিম অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে ভেসে আসা অন্তত তিন শতাধিক পাইলট তিমির মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্ধারকর্মীদের তৎপরতায় ১০৮ টি তিমিকে সমুদ্রে ফেরানো সম্ভব হয়েছে।

whale | newsfront.co
প্রতীকী চিত্র

এরপরই মৃত তিমিদের দেহগুলি সরানোর কাজ শুরু করে দেন বনকর্মীরা। তবে এতগুলি তিমির দেহ সরাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে উদ্ধারকর্মীদের। প্রতিবছর অস্ট্রেলিয়ার উপকূলে এরকমভাবেই কয়েকশ তিমির মৃত্যু হয়।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অগ্নিমিত্রা

কিন্তু এই মৃত্যুর পিছনে কী রহস্য রয়েছে, এনিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে, কিছু গবেষক মনে করেন, খাবারের সন্ধানে উপকূলের কাছাকাছি এসে আটকে পড়ে তিমির দল। তারপর সেখান থেকে ফেরার আর কোনও রাস্তা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তিমিগুলি।

তাসমানিয়ার ওয়াইল্ড সার্ভিস আধিকারিক নিক ডেকা বলেন, ‘সোমবার থেকে সমুদ্র সৈকতে ঝাঁকে ঝাঁকে তিমি ভেসে আসছে। সৈকতের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তিমগুলি আটকে পড়ে। তবে এর মধ্যে একটাই স্বস্তির খবর যে, সমুদ্র থেকে ভেসে আসা শতাধিক তিমিকে আমরা বাঁচাতে পেরেছি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here