কালচিনিতে নতুন করে আক্রান্ত ৩১ জন

0
40

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

হু হু করে বাড়ছে আলিপুরদুয়ার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা । আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে নতুন করে করোনায় আক্রান্ত হল ৩১ জন। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর । আক্রান্তদের মধ‍্যে যাদের উপসর্গ নেই তাদের শীলতোর্ষা সেফ হোমে নিয়ে যাওয়া হয়েছে এবং যাদের উপসর্গ আছে তাদের তপসিখাতা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

kalchini | newsfront.co
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলার শুধুমাত্র সাঁতালি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় নতুন করে ৭ জন আক্রান্ত হওয়ায় চিন্তিত স্থানীয় প্রশাসন সহ এলাকার বাসিন্দারা। সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া জানান যে, “স্বাস্থ্যদপ্তর থেকে খবর পেয়েছি ৭জন আক্রান্তদের মধ‍্যে ৬ জন হাসিমারা এলাকার এবং ১জন মধু চা বাগান এলাকার ।

আরও পড়ুনঃ আজকে ভারতে আসছে ৫ টি রাফাল যুদ্ধবিমান

তিনি আরও জানান, আক্রান্তের এলাকা গুলোকে প্রশাসন থেকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আমরা জন গণের কাছে আবেদন রাখছি এই সময় বিনা প্রয়োজনে কেউ যেন বাইর বাইরে বের না হতে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here