ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
সোমবার পাকিস্তানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ জন, আহত হয়েছেন ৪০ জন। সিয়াকোট থেকে রওনা হওয়া বাসটির যাত্রী ছিলেন বেশ কিছু শ্রমিক যাঁরা আসন্ন ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফিরছিলেন। মধ্য পাকিস্তানের এক ব্যস্ত সড়কে বাসটির সঙ্গে ধাক্কা লাগে এক কন্টেনার ট্রাকের। পূর্ণ গতিতে আসা বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনাটি এত মারাত্মক আকার নেয়, জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক হাসান জাভেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিয়াকোট থেকে বাসটির যাওয়ার কথা ছিল পূর্ব পাঞ্জাব প্রদেশের দেরা গাজী খান শহরে। এর মাঝে তাউন্সা রোডে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো তদন্ত চলছে বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কাশি! প্রাণ হারিয়েছেন ৩ জন, নিখোঁজ ৪
দুর্ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলের ইনচার্জ শের খান জানান, আহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। ৩৩জন কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাসটির চালকও মারা গিয়েছেন ঘটনাটস্থলেই।
আরও পড়ুনঃ পেগাস্যাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে ফোন হ্যাক ও নজরদারি! সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে জল্পনা
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এই দুর্ঘটনায়। একই সঙ্গে তিনি গণ পরিবহনের চালকদের কাছে আবেদন জানিয়েছেন যে এত মানুষের প্রাণের দায়িত্ব থাকে তাঁদের হাতেই, কাজেই তাঁরা যেন আরো দায়িত্বশীল হন। তিনি আরো বলেন,” ট্রাফিক আইন ভঙ্গ করা যে প্রাণহানির কারণ হতে পারে এটা আমরা কবে বুঝবো!” পাকিস্তানে প্রায়শই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে তার প্রধান কারণ রাস্তার খারাপ পরিকাঠামো এবং মানুষের মধ্যে ট্রাফিক আইন ভাঙার প্রবণতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584