সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
নতুন করে আবার দক্ষিণ কোরিয়ায় একদল মানুষ আবার করোনা পজিটিভ হলো। তারপর থেকেই পানশালা এবং ক্লাবগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কোরিয়া সরকার।গত ২৪ ঘন্টায় ৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। গত এক মাসের মধ্যে এটাই ছিল দৈনিক সর্বোচ্চ সংক্রমণের হার। এর ফলে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়াল ১০, ৮৭৪।

আর ঠিক এরপরেই রাজধানী সোলের মেয়র নির্দেশ দেন শহরের সব পানশালা এবং ক্লাব বন্ধ করে দিতে হবে। তিনি বলেন যে, “এই পানশালা খোলা থাকলে সংক্রমণের বিস্ফোরণ ঘটবে”। ২৯ বছর বয়স্ক এক তরুণের আক্রান্ত হয়। জানা গাছে যে, গত সপ্তাহান্তে সোলের জনপ্রিয় পানশালাতে রাতের বেলা গিয়েছিলেন সেই তরুণ।

তরুণ যেসব জায়গায় গিয়েছিল, এখন সেসব জায়গায় গিয়ে ১,৫১০কে পরীক্ষা করার জন্য খুঁজছে বার করেছে সরকার । তাদের দেশের প্রেসিডেন্ট বলেছেন যে, “এই ভাইরাসের ওপর থেকে নজরদারি কমালে চলবে না। তিনি মন্তব্য করেছেন,একেবারে শেষ না হলে এ ভাইরাসের শেষ নেই”।
আরও পড়ুনঃ ১লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল ব্রিটেন
বলাবাহুল্য যে,এই ভাইরাসের প্রাদুর্ভাবের গোড়ার দিকে বিশ্বের অন্যতম হটস্পট ছিল দক্ষিণ কোরিয়া। তার নিয়ন্ত্রণে আনতে দেশটিকে ব্যাপক উদ্যোগ নিতে হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশটি সম্পূর্ণভাবে লকডাউনেও যায়নি। তাই দ্বিতীয়বার ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রুখতে দক্ষিণ কোরিয়া কোনরকম ঝুঁকি নিতে নারাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584