ইডি, সিবিআই দপ্তরকেও ছাড়লো না করোনা, আক্রান্ত ৩৪ জন আধিকারিক

0
78

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে করোনা আক্রান্ত সিবিআই, ইডির মোট ৩৪ জন আধিকারিক, সংক্রমন এড়াতে হাজিরা ও জিজ্ঞাসাবাদে আপাতত নিষেধাজ্ঞা কলকাতা দপ্তরে।সিবিআই এর ৪জন ও ইডির ৩০জন আধিকারিক এই মুহূর্তে করোনা আক্রান্ত।

cbi and ed | newsfront.co
কোলাজ চিত্র

দুই কেন্দ্রীয় সংস্থাই জানিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো সাক্ষীকে নতুন করে হাজিরার জন্য নোটিশ দেওয়া হবে না বা যাঁদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল তাদেরও আপাতত হাজিরা দিতে হবে না।
কয়লা ও গরু পাচার কাণ্ডের মামলা সিবিআই এর তদন্তাধীন।

আরও পড়ুনঃ বীরভূমে ভোটের ৭২ ঘন্টা আগে সিবিআই নোটিশ অনুব্রতকে

করোনা পরিস্থিতি বিবেচনা করে কাউকেই আপাতত জেরা করা হবেনা বলে জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তবে জেরার কাজ বন্ধ থাকলেও তদন্তে তা কোনো প্রভাব ফেলবে না বলেই জানা গিয়েছে সিবিআই সূত্রে।কলকাতার সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে দুই কেন্দ্রীয় সংস্থার অফিস।

সেখানে আপাতত দুই কেন্দ্রীয় সংস্থাই ৫০ শতাংশ আধিকারিক নিয়ে কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত করোনা সংক্রমণ প্রতিরোধই মূল লক্ষ্য সকলের তাই এই সিদ্ধান্ত এমনটাই জানিয়েছেন দুই সংস্থার আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here