২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৩৪৪, মৃত ৬

0
74

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পরিযায়ী শ্রমিকরা ফেরা শুরু করতেই ফের বিপুল হারে বাড়ল সংক্রমণ। সমস্ত রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘন্টায় রাজ্যে ৩৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩৬ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২২৩ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থাকাকালীন অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ২৯৫ জনের। একই সঙ্গে ২৪ ঘন্টায় আরও ৯০ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ১৬৬৮ জন। সুস্থ হওয়ার হার ৩৬.৭৭ শতাংশ।

corona positive | newsfront.co

এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৫৭৩ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২৪৮ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানা গিয়েছে, ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯২৫৬ জনের। সব মিলিয়ে রাজ্যের ৩৮ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ১৬৬৫১৩ জনের। এর মধ্যে ৮ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার।

bulletin | newsfront.co
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন

রাজ্যের ৬৯ টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫৩ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৭.৯৪ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৭৪২১ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৪৬০২৭ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৯৫৫৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮২৪৩৩ জনকে।

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় ৮৭ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৯০০ জনের। এদিন কলকাতায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ১৯৪ জনের। তারপরেই হাওড়ায় ৫৫ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৯১১ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৪৯ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৫৯১ জনের।

এখানে এক জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৪০ জন। হুগলিতে ৩ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ২৪৪ জনের। এখানে ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৯ জনের । এছাড়া উল্লেখযোগ্য হারে সংক্রমণ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, নদীয়া, বীরভূম, মুশির্দাবাদ এবং ভিন রাজ্যের বাসিন্দাদের ক্ষেত্রেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here