নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংবাদমাধ্যমের বিভিন্ন কর্মীর প্রাণ গিয়েছে করোনা আক্রান্ত হয়ে। মিডিয়া কর্মীরা আক্রান্ত হলে তাঁদের ও তাঁদের পরিবারের যথাযথ চিকিৎসা নিশ্চিত করুক সরকার এবিষয়ে সুপ্রীম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন। ‘ইনস্টিটিউট অফ পারসেপশন স্টাডিস’ এর ডিরেক্টর ড. কোটা নীলিমা ও সংস্থার মিডিয়া ইনিশিয়েটিভ ‘রেট দ্য ডিবেট’ এর পক্ষে আবেদনে বলা হয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেশের ৩৪৬ জন সাংবাদিকের।
তার মধ্যে দেশের মেট্রো শহরগুলিতেই প্রাণ হারিয়েছেন ৩৪ শতাংশ সাংবাদিক এবং ৬৬ শতাংশ ছোট শহরগুলিতে। আরো দেখা গিয়েছে ৫৪ শতাংশ সাংবাদিকই মূলত প্রিন্ট মিডিয়ার। আর আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৪১ থেকে ৫০ এর মধ্যে। সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও চিঠি দিয়ে একই আবেদন জানানো হচ্ছে।
আরও পড়ুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে প্রায় ৬০০ চিকিৎসকের মৃত্যু, বাংলায় সেই সংখ্যা ২৫
মূলত যে দাবিগুলি আবেদনে করা হয়েছে, সেগুলি হলঃ
১) সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকল কর্মীকে ‘ ফ্রন্টলাইন ওয়ার্কার’ হিসেবে দেখা হোক। যাতে তাঁরা এই তালিকাভুক্ত কর্মীদের সমান সুযোগ সুবিধা পান।
২) করোনা অতিমারী সময়কালে সংবাদমাধ্যম কর্মীদের ( স্বীকৃত এবং অস্বীকৃত কর্মী নির্বিশেষে) একটি চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা সরকার প্রকাশ করুক যা কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে সমানভাবে গ্রাহ্য হবে।
৩) অতিমারীর সময়ে সমস্ত সংবাদকর্মীর চিকিৎসার খরচ বহন করুক সরকার তা সরকারি বা বেসরকারি যে হাসপাতালেই হোক না কেন।
৪) আদালত সরকারকে নির্দেশ দিক করোনায় কোনো সংবাদ কর্মী প্রাণ হারালে তার পরিবারকে আর্থিক সাহায্য করার বা চাকরি দেওয়ার।
৫) টিকাকরণের ক্ষেত্রে কোউইন এর মাধ্যমে রেজিস্ট্রেশনের সঙ্গে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়া হোক।
৬) অতিমারীর সময়ে স্বীকৃত ও অস্বীকৃত সংবাদকর্মীর বিভাজন ব্যতিরেকে কোন সংবাদ মাধ্যমে যুক্ত সংবাদকর্মী বা ফ্রিল্যান্স কর্মী সবার ক্ষেত্রে একই রকম সুবিধা দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিক আদালত।
৭) আদালত যেন সরকারকে নির্দেশ দেয় যাতে, এডিটোরিয়াল কর্মী, চিত্র সাংবাদিক, অন্যন্য সকলে যারা সংবাদমাধ্যমের সাথে যুক্ত সকলকে ‘জার্নালিস্ট এন্ড মিডিয়া পার্সন’ এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুনঃ অবসরপ্রাপ্ত সরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা কোন বই প্রকাশ করতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584