পূর্ব বর্ধমান জেলায় ১ পুলিশ কর্তা-সহ নতুন করে আক্রান্ত ৩৫ জন

0
58

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ

এ রাজ্যে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পূর্ব বর্ধমানে এক পুলিশ আধিকারিক সহ নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩৫ জন। গত কয়েক দিন ধরে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় আতঙ্কিত জেলার বাসিন্দারা। এই নিয়ে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। এদের মধ্যে ২৩০ জন করোনা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এইমুহূর্তে করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন। কোভিড আক্রান্ত হয়ে এই জেলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।

corona positive | newsfront.co
প্রতীকী চিত্র

পূর্ব বর্ধমান জেলায় যারা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৯ জনের বাড়ি বর্ধমান শহরে। প্রতিদিনই শহরে আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের বাড়ি ও তার আশপাশের এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। ওই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে সেখানে কড়াকড়ি লকডাউন পালন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রায়গঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজিটিভের হদিশ

শুধুমাত্র বর্ধমান শহরের বাসিন্দারাই নন। করোনায় আক্রান্ত হয়েছেন মঙ্গলকোট ব্লকেরও ৯ জন বাসিন্দা। কেতুগ্রামে নতুন করে পাঁচ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রায়না এক নম্বর ব্লকে করোনায় আক্রান্ত হয়েছেন ১ জন। বর্ধমান এক নম্বর ব্লকেও কোভিড আক্রান্ত হয়েছেন ১ জন। গলসি এক নম্বর ব্লকে ১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দৈনিক ২৫ হাজার টেস্ট লক্ষ্যমাত্রা রাজ্যের: মুখ্যসচিব

কাটোয়া পুরসভা এলাকায় নতুন করে আরও ২ জন আক্রান্ত হয়েছেন। কাটোয়া দু’নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। কাটোয়া এক নম্বর ব্লকেও ৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ১ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক।

জেলা প্রশাসন সূত্রে খবর, ওই পুলিশ আধিকারিকের দেহে কোনও করোনা উপসর্গ মেলেনি। শুক্রবার ও শনিবার তিনি অফিসে এসে কাজও করেছেন। ওই পদস্থ আধিকারিকের শরীরে করোনার সংক্রমণ মেলায় চিন্তায় পড়েছেন তাঁর সংস্পর্শে আসা বাকিরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here