প্রবল বৃষ্টির জেরে মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধস, মৃত ৩৬

0
82

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের কোঙ্কন এলাকায় একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। এবার ব্যাপক বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস মহারাষ্ট্রের রায়গড় জেলায়। দুর্ঘটনার জেরে কমপক্ষে মৃত ৩৬ জন। আশঙ্কাজনক অবস্থায় আটকে রয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।

Maharashtra Landslide
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

গত ৪০ বছরে মহারাষ্ট্রে এমন বৃষ্টি দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার তিনটি ভূমিধসে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। লাগাতার বৃষ্টির জেরে বৃহস্পতিবার কোঙ্কন এলাকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে।

অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে। দুর্গতদের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যার জেরে আটকে পড়া লোকেদের বাড়ির ছাদে বা কোনও উঁচু জায়গায় হাজির হতে বলছে কর্তৃপক্ষ। যাতে উদ্ধারকারী দল দ্রুত তাদের সন্ধান করে সরিয়ে নিতে পারে।

আরও পড়ুনঃ জম্মুতে বড়সড় নাশকতার ছক! গুলি করে ‘পাক’ ড্রোন নামাল পুলিশ

বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নগিরি, কোলাপুর-সহ মহারাষ্ট্রের একাধিক জেলায়। উদ্ধারকার্য চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। মহারাষ্ট্রের পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here