নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অসমের ২৬ টি জেলা মিলিয়ে প্রায় ২৭.৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক এই বন্যা পরিস্থিতিতে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে বরাপেটা, কোকড়াঝোর ও মরিগাঁও জেলা থেকে। একই সময়ে বিহারে অন্তত ১০ লক্ষ মানুষ ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার। গন্ডক নদী অন্তত তিন জায়গায় পাড় ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে নদীতীরবর্তী স্থলভাগ। বিহারের বন্যায় এখনও পর্যন্ত কোন প্রাণহানীর খবর নেই।
অসমে গুয়াহাটি, ধুবড়ি ও গোয়ালপাড়াতে ব্রহ্মপুত্র নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। অসম এবং বিহার এই দুই রাজ্যেই বন্যা পরিস্থিতির কোন উন্নতির খবর এখনও পাওয়া যায়নি; উত্তরপূর্বের এই রাজ্য থেকে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার।
আরও পড়ুনঃ বানভাসী কাজিরাঙা, একশৃঙ্গ গণ্ডার-সহ প্রায় ৯৬টি বন্যপ্রাণীর মৃত্যু
বিহারে এখনও পর্যন্ত কোন জীবনহানির খবর না থাকলেও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের বুলেটিন থেকে জানা গেছে ৯.৬০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ টি জেলার ৭৪ টি ব্লকের ৫২৯ টি গ্রাম পঞ্চায়েত থেকে।
আরও পড়ুনঃ সিনিয়র অফিসারকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দ মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সনওয়ালের সাথে কথা বলে তাঁর সমবেদনা জানিয়েছেন এবং রাষ্ট্রপতি ভবন থেকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছেন। আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে এবং দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584