শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা রোগীদের পাশে দাঁড়িয়ে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরাই। কিন্তু চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাই করোনা আক্রান্ত হয়ে পড়ায় নজিরবিহীন সঙ্কটে কলকাতা মেডিক্যাল কলেজ।
১ মাস ধরে ২৪ ঘন্টা হাসপাতাল সচল রাখার জন্য যে নির্দেশ স্বাস্থ্য ভবন দিয়েছে, তা কি ভাবে সম্ভব তা নিয়েই চিন্তায় চিকিৎসকরা। চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে।
আরও পড়ুনঃ নবান্ন অভিযানের আগেই সায়ন্তনের মন্তব্য ঘিরে বিতর্ক
প্রসঙ্গত, এক সঙ্গে কোভিডে আক্রান্ত ৩৮ জন চিকিৎসক। তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক। করোনা ও অন্যান্য বিভাগের রোগীদের চিকিৎসা করছিলেন। এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। আরও কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা কর্তৃপক্ষের। কারণ, তারা সকলেই আক্রান্তদের সংস্পর্শে এসেছেন। সেই কারণে স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন,”পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এখনই দরকার চিকিৎসক। শীঘ্রই চিকিৎসকদের পাঠানো হোক। যারা সিনিয়র রেসিডেন্ট এবং প্রাক্তন, প্রয়োজনে তাদের দায়িত্ব দেওয়া হোক।” বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে স্বাস্থ্য ভবন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584