অনলাইনে খেতাব জিতে তাক লাগিয়ে দিল খুদে অদ্রীশ

0
54

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

অনলাইনে খেতাব জিতে নজির গড়ল সাড়ে ৩ বছরের বিষ্ময় বালক অদ্রীশ। করোনা পরিস্থিতির মাঝেই সর্বভারতীয় স্তরের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কুইকোটার বাসিন্দা অদ্রীশ পাল। নিজেদের বিভাগে তৃতীয় স্থান পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। এত কম বয়সে কৃতিত্ব অর্জন করায় গর্বিত মেদিনীপুরের কুইকোটার বাসিন্দারা।

Little boy adrish | newsfront.co
নিজস্ব চিত্র

পাঞ্জাব কেন্দ্রীক সংস্থা “সাইনিং স্টার ইভেন্ট প্লেনার্স” আয়োজিত এই সর্বভারতীয় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিজেদের তিন থেকে ছ’বছর বিভাগের আবৃত্তি ইভেন্টে অংশ নিয়েছিল ক্ষীরপাইয়ের সেন্ট জনস্ স্কুলের লোয়ার নার্সারির ছাত্র অদ্রীশ।

Adrish family | newsfront.co
নিজস্ব চিত্র

অদ্রীশের বাবা তাপস কুমার পাল ও মা অনিন্দিতা মন্ডল পাল উভয়ই উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যুক্ত। সংস্কৃতিমনস্ক শিক্ষিকা মা অনিন্দিতা পালের কাছেই অদ্রীশ আবৃত্তি শেখে।

আরও পড়ুনঃ খড়্গপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

অদ্রীশের এই সাফল্যের খুশি তার বাবা-মা সহ পরিবারের অন্যান্যরা। খুশি পাড়া প্রতিবেশীরাও। গোটা এপ্রিল -মে মাস জুড়ে দুটো পর্যায়ে এই প্রতিযোগিতা হয়। ভারতের বিভিন্ন প্রান্তের বহু প্রতিযোগী এতে যোগ দেয়। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে সোমবার। উল্লেখ্য, এই অল্পবয়সেই এর আগেও প্রতিভার নজির গড়েছে অদ্রীশ। পুরস্কার পেয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here