কলঙ্কিত গণতন্ত্র! মার্কিন ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা ঘিরে অগ্নিগর্ভ ওয়াশিংটন ডিসি

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মার্কিন পার্লামেন্ট ‘ক্যাপিটল’ ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা হামলা চালানোর ঘটনায় মৃত চারজন, গ্রেফতার করা হয়েছে ৫২ জনের বেশি হামলাকারীকে।

US Capital Bhavan | newsfront.co

গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বিডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার জন্য তখন ক্যাপিটল ভবনে কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। এই অনুষ্ঠান বানচাল করতে হামলাকারীরা প্রথমে ভবনের জানালা ভাঙচুর করে, একই সঙ্গে হামলা চালায় পুলিশের ওপর।

Americans | newsfront.co

উন্মত্ত জনতাকে হটাতে ক্যাপিটল ভবন অবরুদ্ধ করে ফেলে পুলিশ। এই সময় পুলিশের গুলিতে একজন মহিলা নিহত হন, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম অ্যাশলি ব্যাবিট।

Trump Supporters | newsfront.co

ঘটনার পর যৌথ অধিবেশন স্থগিত হয়ে যায়। এর আগে জর্জিয়ার দুটি সিনেটের আসনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী রাফায়েল ওয়ারনক ও জন ওসফ। যার ফলে সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যায়।

আরও পড়ুনঃ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক তদন্তের আর্জি জানিয়ে এফবিআইকে চিঠি

ক্যাপিটলে হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছেন, সারা পৃথিবীর রাজনৈতিক নেতারা। ঘটনার নিন্দা করেছেন জো বিডেন। এমনকি রিপাবলিকান পার্টির একাধিক গুরুত্বপূর্ণ নেতা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন।

US Capital House | newsfront.co

নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসি বলেছেন, আজ একটি কুৎসিত দিন। এমনকি জর্জিয়ার সিনেটে সদ্য হেরে যাওয়া কেলি লফলার এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন। ক্যাপিটলে হামলার ঘটনায় আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে প্রবেশ করতে দিচ্ছে না চিন

ওয়াশিংটন ডিসি পুলিশের বিবৃতি সূত্রে জানা গিয়েছে, ক্যাপিটল ভবনে হামলার ঘটনার চারজন নিহত হয়েছেন। একজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয় ক্যাপিটল ভবনে। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, ৫২ জনের বেশি হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

ক্যাপিটল ভবনে হামলা-সংঘর্ষের ঘটনায় নজিরবিহীন বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কংগ্রেসের যৌথ অধিবেশন স্থগিত রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শুরু হয় অধিবেশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here