নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল। এই ঘটনায় আহত হন এক মহিলা সহ ৪ জন। অভিযোগের তির ওঠে তৃণমূলের দিকে, আহতদের মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার আতলা বুথে রবিবার সকালে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীর অভিযোগ, এদিন সকালে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী হাতে বোমা ভর্তি ব্যাগ নিয়ে চড়াও হয় তাদের ওপর। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে তারা। যা মোবাইলে ক্যামেরাবন্দীও করা হয়।
আরও পড়ুনঃ সোনারপুরে জোড়া খুনের পুননির্মাণ
এরপর ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয় বলে দাবি আহত বিজেপি কর্মীদের। হামলায় এক মহিলা সহ ৪ জন আহত হয়। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা। এর সাথে রাজনীতি বা তৃণমূলের কোন যোগ নেই।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মোহনপুর এলাকাজুড়ে।ঘটনাস্থলে বেলদার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মোহনপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584