ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রবিবার সকালে ওড়িশার কান্ধামল জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ সংগঠন সিপিআই(মাওবাদী)-এর ৪ ক্যাডারের মৃত্যু হয়।
ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ফোর্স ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথবাহিনী চরমপন্থী এই বাম সংগঠনের সদস্যদের লুকিয়ে থাকার খবর পেয়ে সন্ধিগ্ধ এলাকা ঘিরে ফেললে তারা গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ৪ মাওবাদীর মৃত্যু হয়।
ওড়িশা পুলিশের তরফে টুইটারে জানানো হয়,”মাওবাদী দলের ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের কিছু জন আহতও হয়েছে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে এসপি উপস্থিত রয়েছেন।”
ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ( অপারেশন) সংবাদ সংস্থাকে জানান ,” আমরা ৪ সিপিআই (মাওবাদী) ক্যাডারের মৃত্যু সংবাদ পেয়েছি। সেখানে আরও পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে।”
গত বৃহস্পতিবার কান্ধামলের ফিরিঙ্গিয়া ব্লকের সমরবন্ধ গ্ৰামে নিরাপত্তা বাহিনী মাওবাদীদের একটি ক্যাম্প ধ্বংস করে। সেখান থেকে উদ্ধার করা হয় ১৫ কিলো বিস্ফোরক, ২৮ টি ডিটেনেটর, টিফিন বক্স,জুতো,ব্যাগ ও মাওবাদী পত্রিকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584