নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
এবারে করোনায় আক্রান্ত নবান্নের ৪ আমলার গাড়িচালক। সেই ৪ আমলার মধ্যে ৩ জনের অফিস আবার নবান্নের ১৪ তলায়, যে তলে মুখ্যমন্ত্রীর অফিস ।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নবান্নের ২ গাড়িচালকের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। একজন মুখ্যমন্ত্রী সচিবালয় কর্তার গাড়ি চালক ও অন্যজন এক আধিকারিকের গাড়িচালক।
আরও পড়ুন:পশ্চিমবঙ্গে আমফান উদ্ধারকার্যে নিয়োজিত ৫০ এনডিআরএফ কর্মী করোনা আক্রান্ত
জানা গেছে ঐ আমলাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । এই আমলাদের গাড়ি চালকদের করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন নবান্ন। আসলে অবসর সময়ে সাধারণত এই গাড়ি চালকরা একসঙ্গে আড্ডা মারেন। সেই থেকেই করোনা ছড়িয়ে পড়ার আরও আশঙ্কা রয়েছে। তাদেরকে আড্ডা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে গাড়িগুলো নিয়মিত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584