কাশ্মীরে কুয়োয় পড়ে মৃত ৪

0
59

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

বুধবার দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়া জেলার হ্যারি ক্রালপোরা এলাকায় কুয়োয় পড়ে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে।

তাদের প্রত্যেককেই থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

চলছে উদ্ধার কার্য (নিজস্ব চিত্র)

জানা গেছে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ, প্রশাসন ও মেডিক্যাল টিম উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের তরফে জানানো হয় যে ঘটনাস্থলে পৌঁছে কুয়োর উপরের অংশ ভেঙে চার যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঐ অফিসার জানান,”চারজনকেই মৃত অবস্থায় ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে ডাক্তার জানিয়েছেন।”

অন্যদিকে এক উচ্চপদস্থ পুলিশ কর্মী জানান যে মেডিক্যাল এবং আইনি রীতি মেনে নিহতদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here