রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৪১, মৃত ২ঃ বুলেটিন

0
128

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন আরও ৪১ জন। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২ জনের। তবে এদিন নতুন করে হাসপাতাল থেকে কাউকে ছাড়া হয়নি। রবিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনই তথ্য জানানো হয়েছে। তবে এদিনও রাজ্যে মোট কত আক্রান্ত এবং মোট কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এ দিন বুলেটিনে প্রকাশ করা হয়নি।

corona positive | newsfront.co
গ্রাফিক্সঃ সৈকত দাস

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ রাজ্যে ৯২২ টি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৫১ জন সুস্থ এবং ৩৩ জন মৃত। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৮ জন।

রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬২৩৬৫ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ৬৯৫৩ জন। রাজ্যের হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছেন ৩০২ জন। এদিন পর্যন্ত রাজ্যের ১৬ টি ল্যাবরেটরিতে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ২২৯১৫ টি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১৯৩৯ টি। সরকারি ৫৮২ কোয়ারেন্টাইন সেন্টারে এখনও ২০৭৪১ জন রয়েছেন এবং ১৫৮১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here