শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ
এদিন ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের হদিশ মিলল ২৪০৪ জনের, মৃত্যু হল ৪২ জনের এবং সুস্থ হলেন ২১২৫ জন। এর মধ্যে মৃত্যু ও সুস্থতার সংখ্যায় এদিন ফের রেকর্ড গড়েছে রাজ্য। শনিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ২৪০৪ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬৩৭৭ জন। আরও ৪২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ১৩৩২ জনের।
২৪ ঘন্টায় আরও ২১২৫ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩৫৬৫৪ জন। ফলে বিপুল সংক্রমণেও সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৪ শতাংশে। এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতে ৬৫৩ জন, উত্তর ২৪ পরগনায় ৫৫৭ জন, হাওড়ায় ১৯০ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৬ জন এবং হুগলিতে ৮৮ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯৩৯১ জন। তার মধ্যে এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে মাত্র ২৩৭ জনের।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৫৬ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৭৮৯১৪০ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে রেকর্ড সংখ্যক ১৫৬২৮ জনের। রাজ্যের ৮১ টি করোনা হাসপাতাল, ২৭ টি সরকারি এবং ৫৪ টি বেসরকারি হাসপাতালে মোট ১১২৩৯ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯৪৮ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯৫ টি। তার ৪০.৭১ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৩৪১২ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৪৩৫০ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩১৮৪ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৩৬২১৪০ জনকে। রাজ্যের ১০৬ টি সেফ হোমে ৬৯০৮ টি বেড রয়েছে এবং তাতে ১৩১৩ জন রোগী রয়েছেন।
আরও পড়ুনঃ সঙ্কটজনক সোমেন মিত্র, ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের সিদ্ধান্ত
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, যার মধ্যে কলকাতায় রেকর্ড সংক্রমণ ৭২৭ জন, উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৫২৪ জন। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের, যার মধ্যে ১১ জন কলকাতার, ১২ জন উত্তর ২৪ পরগনার। কলকাতায় এদিন ৭২৭ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ১৭৫৫৩ জনের। এদিন কলকাতায় আরও ১১ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতে মোট মৃত্যু ৬৬৯ জনের। এছাড়া এদিন উত্তর ২৪ পরগনাতেও ৫২৪ জন সংক্রামিতের সংখ্যা বাড়ায় মোট আক্রান্ত সংখ্যা ১১৮৬৬ জন। এখানেও এদিন আরও ১২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৯ জন।
এছাড়া হাওড়ায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় ২ জন করে এবং মুশির্দাবাদে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে হাওড়ায় ২০৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন, হুগলিতে ১৫০ জন, পূর্ব মেদিনীপুরে ১০০ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ছাড়া সংক্রমণ বেড়েছে রাজ্যের বাকি সমস্ত জেলাতেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584