কেন্দ্রের নতুন মন্ত্রীসভার ৪২ শতাংশ মন্ত্রীর নামে ফৌজদারি মামলাঃ ADR রিপোর্ট

0
66

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

জুলাইয়ের শুরুতেই মোদীর মন্ত্রীসভায় বড়সড় রদবদল করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে নতুন মন্ত্রীসভার কাজ। ৭৮ মন্ত্রীর এই ক্যাবিনেটে শিক্ষিত ও তরুণ সাংসদের স্থান দেওয়া হয়েছে। বাংলার চার সাংসদও নবনির্মিতমন্ত্রীসভায় স্থান পেয়েছে। তবে সম্প্রতি সামনে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফোর্মস (এডিআর)-এর একটি রিপোর্ট।

Modi Cabinet
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এই রিপোর্ট বলছে, মোদীর মন্ত্রিসভার ৪২ শতাংশ মন্ত্রীর নামে রয়েছে ফৌজদারি মামলা। এমনকী মন্ত্রীদের মধ্যে চারজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ সম্পর্কিত মামলাও রয়েছে। তবে এডিআর-এর রিপোর্টে এও বলা হয়েছে, এই প্রথমবার দেশের প্রতিটি প্রান্ত থেকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।

সমস্ত মন্ত্রীদের হলফনামা বিশ্লেষণ করে এডিআর-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৩৩ জন অর্থাৎ ৪২ শতাংশ মন্ত্রী ফৌজদারি মামলার কথা স্বীকার করেছেন। এর মধ্যে ২৪ জন মন্ত্রী অর্থাৎ ৩১ শতাংশের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। এই গুরুতর মামলার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, লুঠের মতো অপরাধও।

আরও পড়ুনঃ নতুন স্বাস্থ্যমন্ত্রীর পুরোনো ভুলে ভরা টুইটের স্ক্রিনশট পোস্ট করে ট্রোল সোশ্যাল মিডিয়ায়

এডিআর-এর রিপোর্টে আরও বলা হয়েছে, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার নামে ১৪ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। তাঁর বিরুদ্ধে গুরুতর ৯টি মামলা রয়েছে। এছাড়া ৩৮টি অন্য মামলাও রয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ পিএসি চেয়ারম্যান হলেন মুকুল রায়, নাম ঘোষণার পরই বিক্ষোভ বিজেপি বিধায়কদের

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার সাত মন্ত্রীর বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here